মনিরামপুর উপজেলা যুবদল সভাপতি আসাদুজ্জামান মিন্টুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার রাত ৮টা দিকে হরতাল-অবেরাধে নাশকতার অভিযোগে তাকে আটক করা হয়।
সে উপজেরার জামলা গ্রামের মৃত ডা.লুতফার রহমানের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের দক্ষিণ মাথায় অবস্থিত সিরাজুলের চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তিনি সেখানে ক্রামবোর্ড খেলছিলেন। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খবীর আহম্মেদ জানান, আসাদুজ্জামান মিন্টুর বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। আটক মিন্টুকে সোমবার সকালে আদালতে চালান দেয়া হবে।