মণিরামপুর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক বর্নাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান গাজী মোহাম্মদ, জাতীয় শ্রমিকলীগের জেলা সহসভাপতি বাবুল করিম, মুক্তিযোদ্ধা হেরমত আলী, রোহিতা ইউপি আ’লীগ সভাপতি হাফিজ উদ্দিন, ভোজগাতী ইউপি সভাপতি আনিছুজ্জামান তজু, ঢাকুরিয়া ইউপি সভাপতি এরশাদ আলী সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, হরিদাসাকটি ইউপি সভাপতি বিপদ ভঞ্জন পাড়ে, মণিরামপুর ইউপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহীন, শ্যামকুড় ইউপি সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মনোহরপুর ইউপি সভাপতি কালিপদ, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, , আ’লীগ নেতা নজরুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তারেক মির্জা, ছাত্রলীগের সদস্য প্রভাষক ফারুক হোসেন, আ’লীগ নেতা আনিছুর রহমান লিটন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদ প্রমূখ। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মণিরামপুর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ বাবাদ প্রায় সাড়ে চার কোটি টাকা বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অীভনন্দন জানিয়ে পৌরশহরে একটি মিছিল বের হয়। উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুর নেতৃত্বে মিছিলটি পৌরশহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়।