মণিরামপুর উপজেলার পল্লীতে সন্ত্রাসী হামলা চালিয়ে ৪ ব্যক্তিকে মারপিট পূর্বক জখম করার ঘটনায় ৮ জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হামলায় আহতরা হলেন- উপজেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক হাবিবুর রহমান ভোলা,খেদাপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল মোমিন, ওয়ার্ড কমিটির সদস্য আলম হোসেন ও শফিকুল ইসলাম। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানাযায়, ১৫ আগষ্ট পালন উপলক্ষ্যে গত ৫ আগষ্ট বিকেলে উপজেলার পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আ’লীগের উদ্যোগে এক সভা চলাকালে সেখানে সন্ত্রাসী হামলা চালানো
হয়। এ ঘটনায় খেদাপাড়া ইউনিয়ন আ’লীগের সদস্য মকলেছুর রহমান বাদী হয়ে খড়িঞ্চী এলাকার জামশেদ গাজীর পুত্র হাবিবুর রহমান, পিয়ার গাজীর পুত্র মশিয়ার রহমান, ছলেমান মাষ্টারের পুত্র লিটন ও রিপন একই গ্রামের আলেয়া খাতুন, শেফালী বেগম ও পার্শ্ববর্তী গরীবপুর গ্রামে মজিদ ব্যাপারীর পুত্র রাজ্জাককে আসামী করে মণিরামপুর থানায় অভিযোগ দায়ের করেন। এছাড়া উক্ত অভিযোগে অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামী করা হয়েছে। লোহার রড-বাঁশের লাঠি নিয়ে সভাস্থলে হামলার ঘটনায় অর্ধলক্ষ টাকার ক্ষতি-সাধন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।