মণিরামপুরে বখাটের কু-প্রস্তাবের প্রতিবাদ করায় নবম শ্রেণীর ছাত্রীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ব্যাপারে মাদ্রাসা ছাত্রীর পিতা মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের পানিছত্র গ্রামের আসাদুজ্জামানের কন্যাকে একই গ্রামের আনিছুর রহমানের বখাটে পুত্র আল-আমিন প্রায় বছর খানেক ধরে মাদ্রাসায় যাওয়া আসার পথে উত্ত্যক্ত করে আসছে। এক পর্যায়ে আল-আমিন তাকে বিয়ে করতে বলে। এতে ওই ছাত্রী প্রতিবাদ জানালে আল-আমিন তাকে হত্যার হুমকিসহ তার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেয়। উক্ত ঘটনা পরিবারের সদস্যরা জানতে পেরে তার পিতা গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেন। মাদ্রাসা ছাত্রী নিজেই উপস্থিত হয়ে উক্ত লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান।