মালয়েশিয়া থেকে লাশ হয়ে ফিরল মনোহরপুরের রাজ্জাক নামে এক যুবক। সুখের আশায় মালয়েশিয়া পাড়ি জমান মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের রাজ্জাক।
তিনি ওই গ্রামের আব্দুস সামাদের পুত্র। নিহতের পরিবারের লোকজন জানান, রাজ্জাক সেখানে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। মালয়েশিয়া থেকে নিকট আতœীয় জানান, ৬ দিন আগে রাজ্জাক ৬ তলা বিল্ডিং এর উপর কাজ করার সময় পা পিছলে পড়ে নিহত হন। শনিবার দিনগত রাতে বিমানযোগে লাশ মনোহরপুর গ্রামের বাড়িতে আনা হয়। এসময় নিহতের বাড়িতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। নিহত রাজ্জাক এক স্ত্রী, পুত্র, কন্যা, পিতা-মাতাসহ আতœীয় স্বজন রেখে গেছেন।