মণিরামপুর উপজেলায় রাজগঞ্জ-মোবারকপুর মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুস সালামকে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করেছে একই মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি। গতকাল রবিবার দুপুরে মাদ্রাসা অধ্যক্ষের কক্ষে এ ঘটনা ঘটে। আহত অধ্যক্ষ আব্দুস সালামকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে। মুঠোফোনে যোগাযোগ করা হলে অধ্যক্ষ আব্দুস সালাম বলেন, আমি সদর হাসপাতালে ভর্তি আছি, আমার আবস্থা খুব খারাপ এবং কথা বলতে পারছিনা। অত্র প্রতিষ্ঠানে অপর একজন শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে মাদ্রাসা সভাপতি ইমরান খান পান্না তার নিজ কক্ষে কঠের চেয়ার দিয়ে বেদম মারপিট করেন বলে প্রতিষ্ঠান আব্দুস সালাম অভিযোগ করেন। এ ব্যাপারে জানতে চাইলে, মাদ্রাসা সভাপতি ইমরান খান পান্না বলেন, মাদ্রাসা প্রধানকে আমি মারপিট করিনি, শুধুমাত্র গালি-গালাজ করেছি। ভারপ্রাপ্ত মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামান বলেন, ঘটনা সত্য হলে জড়িত সভাপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।