মনিরামপুর উপজেলার পাঁচাকড়ি সার্বজনীন দূর্গা মন্দিরে ১৭ সেপ্টেম্বর বিকালে স্থানীয় হিন্দু যুব সম্প্রদায় উদ্যোগে আড়ম্বের সাথে গণেশ পুজা অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় পুজা আরম্ভ হয় এবং বিকাল ৫টায় পুজা সমাপ্ত হয়। পুজা শেষে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। আজ শুক্রবার প্রতিমা বিসর্জন দেওয়া হবে বলে জানান পুজা আয়োজক কমিটির সভাপতি উজ্বল মন্ডল। প্রতিমা তৈরী করেন ভাষ্কর পলাশ বিশ্বাস। পুজা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানন্দ অধিকারী মিন্টু এবং চিত্রা বিশ্বাস নদী, সাংবাদিক ইউনুস আলী, সানোয়ার হোসেন তিতু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।