মণিরামপুরে গাছ থেকে পড়ে আলাউদ্দিন গাজী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আলাউদ্দিন উপজেলার রতনদিয়া গ্রামের আকবর আলী গাজীর পুত্র। নিহতের ভাই গিয়াসউদ্দিন গাজী জানান, বুধবার সকালে আলাউদ্দিন গাছের ডাল কাটতে মেহগনি গাছে ওঠে। এ সময় হঠাত গাছ থেকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু অবস্থা আশংখাজসক দেখে বেলা সাড়ে ১১টায় যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।