ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে বোমা বিস্ফোরণে গৃহবধূ আহত

admin
অক্টোবর ১, ২০১৫ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর উপজেলার বাঁধাঘাটা বিজয়রামপুর গ্রামে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে মাধুরী রাণী (৩০) নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায় , বুধবার দুপুর ১টার দিকে সুশান্তর স্ত্রী মাধুরী রাণী বাড়ির পাশে বাগানে পাতা কুড়াতে গিয়ে একটি কৌটা দেখতে পায়। এ সময় সে কৌটা হাতে নিলেই বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে এলাকাবাসী ও স্বজনরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও বোমার আলমত সংগ্রহ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।