ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে নাশকতার অভিযোগে ইউপি মেম্বর আটক

admin
অক্টোবর ৭, ২০১৫ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

নাশকতার মামলার সূত্র ধরে মণিরামপুরে খলিল (৪৫) নামের এক ইউপি মেম্বরকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার নেহালপুর ঝাউতলা মোড় থেকে থানার এসআই পলাশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। খলিল ওই এলাকার মৃত নূর মোহম্মদের ছেলে। এসআই পলাশের দাবি উপজেলার নেহালপুর বালিদা এলাকার একটি গাড়ি পোড়ানো মামলায় তাকে আটক করা হয়েছে। যদিও আটক খলিল ও স্থানীয়দের দাবি সে ওই মামলাসহ ৪ টি মামলায় পূর্বে ২০ দিন জেল খেটে বর্তমানে সবকটিতে জামিনে আছেন। এই প্রসঙ্গে এসআই পলাশের কাছে জানতে চাইলে তিনি বলেন, খলিল মেম্বর বিএনপি করে, সেকি ভাল লোক নাকি। আটক খলিলকে কোন মামলায় চালান দেয়া হবে জানতে চাইলে এসআই পলাশ জানান, এই মুহুত্বে কিছু জানানো যাচ্ছে না,তাকে নিয়ে এসেছি এবং বিষয়টি ওসি স্যারকে জানিয়েছি,দেখি যাচাই বাছাই করে পরে জানাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।