ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরের আ’লীগ অফিসে বোমাহামলা মামলা বিএনপি জামায়াতের ৪১জনের বিরুদ্ধে চার্জশিট

admin
অক্টোবর ১২, ২০১৫ ৫:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

যশোরের মণিরামপুর উপজেলার ভরতপুর বাজারের আওয়ামী লীগ অফিসে বোমা হামলা ও ভাঙচুরের মামলায় বিএনপি জামায়াতের ৪১ নেতাকর্মীকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। একইসাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৮৫জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা রোববার আদালতে এ চার্জশিট দাখিল করেন। অভিযুক্তরা হলো ভরতপুর গ্রামের রওশন আলী, ফারুক হোসেন, বাহাজ্জাল আলী, বজলু গাজী, শরীফ আক্তার, আবুল কাশেম, কামাল হোসেন, কবির হোসেন, জাহাঙ্গীর হোসেন, শিমুল গাজী, আলীম গাজী, মন্টু গাজী, জলিল গাজী, সোহেল গাজী, নুর মোহাম্মাদ, বিল্লাল হোসেন, ইলিয়াস হোসেন, নজরুল ইসলাম, ইলিয়াস, রাহাজ্জান, সাজ্জাত, ওলিয়ার রহমান, আকতার হোসেন, বদরুদ্দিন, পিলে আহম্মেদ, পারকুল ইসলাম, আলতাব হোসেন, দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন, জসিম, জামিল আহম্মেদ, রফিকুল ইসলাম, সেকেন্দার হোসেন, লিটন গাজী, মহিবুল্লাহ, শহিন আক্তার, মুনসুর ও ওহাব আলী। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৪ জানুয়ারি ১০ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন সন্ধ্যায় ভরতপুর বাজারে আওয়ামী লীগ অফিসে হামলা চালায় বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। এসময় হামলাকারীরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে। একইসাথে দলীয় কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়া কার্যালয়ের পার্শ্ববর্তী দুইটি চায়ের দোকানেও আগুন লাগিয়ে দেয় হামলাকারীরা। একপর্যায়ে বাজারের লোকজন জড়ো হয়ে ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ভরতপুর গ্রামের সোহরাব হোসেন থানায় অভিযোগ দিলেও তা মামলা হিসেবে গ্রহণ করেনি। যে কারণে তিনি পরবর্তীতে ১২৬জনকে আসামি করে আদালতে মামলা করেন। আদালতের আদেশে ২০১৫ সালের ৮ জানুয়ারি মণিরামপুর থানায় অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে তদন্ত শুরু করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই এসএম ইকবাল হোসেন তদন্ত শেষে ওই ঘটনার সাথে ৪১জনের জড়িত থাকার প্রমাণ পান। এরপর তিনি এ চার্জশিট দাখিল করেন। এছাড়া এজাহারনামীয় ৮৫জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করেছন তদন্ত কর্মকর্তা। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।