ঢাকামঙ্গলবার , ১৩ অক্টোবর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে মাদক কিনতে গিয়ে যুবক আটক

admin
অক্টোবর ১৩, ২০১৫ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুরে মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক কিনতে গিয়ে হুমায়ুন (২৮) নামের এক যুবক পুলিশের হাতে আটকা পড়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থানার এএসআই হাসান তাকে উপজেলার ইত্যা গ্রাম থেকে আটক করেছে। আটক হুমায়ুন উপজেলার কদমবাড়িয়া সিরাজের ছেলে। থানার এএসআই হাসান জানান, ইত্যা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রদীপের নিকট থেকে হুমায়ুন মাদক কিনতে গিলে তাকে আটক করা হয়।  হুমায়ুনের দাবি সে ট্রাকের চালক। সে ওই সময় প্রদীপের কাছে ভাড়ার পাওনা টাকা আনতে গিয়েছিল। ঠিক তখন পুলিশের কয়েকজন সদস্য তাকে আটক করে থানা নিয়ে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।