ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে অজানা রোগে একই পরিবারের ১৩ জন আক্রান্ত, চিকিতসার ব্যবস্থা নেই

admin
অক্টোবর ১৯, ২০১৫ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর উপজেলার দেবীদাসপুর গ্রামে সোমবার রাতে রহিমা নামে এক মহিলা স্বপ্ন দেখার ওই পরিবারের ১৩ জন এক অজানা রোগে আক্রান্ত হয়েছে। অজানা রোগে আক্রান্তদের গায়ে খিচুনিসহ অস্বাভাবিক আচারণ করছে। এ ঘটনা জানাজানির পর ওই গ্রামেসহ পার্শ্ববর্তী গ্রামের শত শত নারী-পুরুষ আক্রান্তদের বাড়ীতে তাদের এক নজর দেখার জন্য ভীড় জমাচ্ছে। আক্রান্তদের ছবি তুলতে গেলে এ প্রতিবেদককে জিয়ারুল নামের এক যুবক বাঁধা দিয়ে বলে ছবি তুলবেন না। ছবি তুললে আমরা সবাই মারা যাব। আপনারও বড় ধরনের তি হবে। আক্রান্ত পরিবারের এক আত্মীয় রওশনারা খাতুন জানান, তার ভাই রাজ্জাক (৫৫), ভাবী রহিমা (৫০), ভাইপো জিহাদ (১৪), আব্দুল্লাহ (২৫), ভাইপো আবু তাহের (২৮), ভাইয়ের স্ত্রী মর্জিনা (৩৫), জিয়ারুলসহ পরিবারের ১৩ জন সদস্য এক অজানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়েছে। তারা অস্বাভাবিক আচারণসহ কোন কিছু খাওয়া দাওয়া করছে না। ফলে কেউ কেউ খুবই কাহিল হয়ে পড়েছে। তিনি আরো জানান, তার ভাবী রহিমা গভীর রাতে স্বপ্ন দেখেন তাকে ৭ জালা (মাটির পাত্র) স্বর্ণ মুদ্রা  দেয়া হবে, বিনিময়ে ২টি শুকনো নারিকেল দিতে হবে। আবার একথা কাউকে বলা যাবে না, বললে তার পরিবারে বড় ধরনের তি হবে জানানো হয়। এ জন্য ঘরের ভিতর মাটির মেঝে পাক পবিত্র করে লেপে রেখে সেখানে ওই ২টি নারিকেল রাখে। এরপর পরদিন রাতে রহিমা আবারও স্বপ্ন দেখেন শুকনো নারিকেল নয় তার ২টি সন্তান সেখানে রাখতে হবে। এরপর ঘুমের মধ্যেই রহিমা অসুস্থ্য হয়ে পড়ে। স্বপ্নের কথা পরিবারের অন্যান্য সদস্যরা জানার পর স্বামী রাজ্জাক সহ পরিবারের ওই সদস্যরা অসুস্থ্য হয়ে অসংলগ্ন আরাচরণ করতে শুরু করে। প্রতিবেশী আব্দুল মজিদ জানান, কোন ডাক্তারের কাছে তাদের চিকিতসা দিলে হিতে বিপরীত হবে। তিনি আরো জানান, পার্শ্ববর্তী বাকোশপোল গ্রামের  কবিরাজ ওয়াদুদ মোল্যা আক্রান্তদের চিকিতসা করেছেন বলে নাকি তার ঘরের চাল উড়ে গেছে। পরে খোজ নিয়ে এর সত্যতা পাওয়া যায়নি। এ ব্যাপারে যশোরের সিভিল সার্জন ডাঃ শাহাদাত হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটাকে ডাক্তারি ভাষায় বলা হয় মাস সাইকোজেনিক এ্যাটাক। এটা মানসিক শান্তনা ছাড়া কোন চিকিতসা নেই। এরপরও দ্রুত সেখানে স্বাস্থ্য বিভাগের প থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।