ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে স্প্রীট পানে ১ জনের মৃত্যু: আশংকা জনক ৫

admin
অক্টোবর ১৯, ২০১৫ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর পৌর এলাকায় অতিরিক্ত স্প্রীট পানে মনা দত্ত (৪০) নামে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ছাড়া এক স্প্রীট বিক্রেতাসহ আরো ৫ জন মারাত্মক অসুস্থ হয়ে গোপনে চিকিতসাধীন রয়েছে। সূত্র জানায়, পৌর এলাকার হাকোবা গ্রামের মৃত মনিলাল দত্তের পুত্র মনা দত্ত এবং একই গ্রামের মৃত নন্দলাল কুন্ডুর পুত্র স্প্রীট বিক্রেতা সোনে কুন্ডুসহ ৬ জন স্প্রীট সেবন করার জন্য গত শুত্রবার রাতে একত্রিত হয়। এরপর ত্রাা মাছ বাজারের পাশে স্প্রীট বিক্রেতা সোনে কুন্ডুর চায়ের দোকানে বসে অতিরিক্ত স্প্রীট সেবন করে। ওই দিন রাত ১১ টার দিকে মনা দত্তের অবস্থা আশংকা জনক দেখে তার পরিবারের লোকজন মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত ডাক্তার মনাকে মৃত ঘোষনা করেন। মনা দত্ত স্প্রীট সেবনে মারা গেছে তা নিশ্চিত করেছেন তার পরিবারসহ এলাকাবাসী। স্থানীয়রা জানায়, সোনে কুন্ডু দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাকি দিয়ে তার চায়ের দোকানে স্প্রীট বিক্রি করে আসছে। একাধিক সূত্র জানায়, ওই দিন রাতে একই স্প্রীট সেবন করে বিক্রেতা সোনে কুন্ডুসহ অন্যান্যরা। জানাগেছে, প্রশাসন ও এলাকাবাসির ভয়ে সোনে কুন্ডুসহ বাকীরা গোপন স্থানে চিকিতসা নিচ্ছ্। উল্লেখ্য কয়েক বছর পূর্বে মণিরামপুর পৌর শহরের এক হোমিও ডাক্তারের নিকট থেকে মেয়াদ উত্তীর্ণ স্প্রীট সেবন করে হাকোবা গ্রামের পিতা-পুত্রসহ ৬ জন মারা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।