ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

ঘরে ঘরে বিদ্যুত পৌছে দিতে সরকার বদ্ধপরিকর: মণিরামপুরে নতুন বিদ্যুত সংযোগ উদ্বোধনকালে: -এমপি স্বপন

admin
অক্টোবর ২০, ২০১৫ ৭:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর-৫ মণিরামপুরের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য বলেছেন, দেশের উন্নয়ন চাইলে আওয়ামীলীগকে আরো শক্তিশালী করতে হবে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশের জনগণ বিদ্যুত না পেয়ে লোড শেডিংয়ে নাকাল থাকতো। বর্তমান সরকার মতায় আসার পর জনগণ সেই লোড শেডিংয়ের কথা ভুলে গেছে। আগামী ২০১৭ সালের মধ্যে এ সরকার প্রত্যেকের ঘরে ঘরে বিদ্যুত পৌছে দিতে বদ্ধপরিকর। গতকাল সোমবার উপজেলার শিরালী মদনপুর বাজারে নতুন বিদ্যুত সংযোগ উদ্বোধনকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় ইউপি সদস্য হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যপবিস-২ এর ডিজিএম গোবিন্দ আগারওয়াল, এজিএম মিজানুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। এছাড়া খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোমিনুর রহমান, ভোজগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য লিটন, আব্দুল কাদের, নূর আলী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।