ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুর উপজেলা ক্ষেত-মজুর সমিতির কমিটি গঠন ও সমাবেশ

admin
অক্টোবর ৩১, ২০১৫ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ক্ষেত-মজুর সমিতি মণিরামপুর উপজেলা কমিটি গঠন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার মণিরামপুর উদীচী কার্যালয়ে আব্দুল মজিদ সভাপতি ও সুশীল দাসকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ঠ এ কমিটি গঠন করা হয়। এরপর বিকেলে পৌরসভা গেটের সামনে বাংলাদেশ ক্ষেত-মজুর সমিতির উদ্যোগে সুশীল দাসের সঞ্চালনায় ও কমরেড আব্দুল মজিদ এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেত-মজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড: আবুল হোসেন, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় সমিতির যশোর জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক গাজী গোলাম মোস্তফা, জেলা কৃষক সমিতির নেতা এলাহদাদ খান, ক্ষেত-মজুর ইউনিয়ন মণিরামপুর উপজেলা আহবায়ক গাজী আব্দুল হামিদ, ক্ষেত- মজুর নেতা শিক পরিতোষ চন্দ্র দাস, আব্দুল আজিজ প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।