ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে সড়ক দূর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছে স্কুল ছাত্রীসহ ৩ জন

admin
অক্টোবর ৩১, ২০১৫ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর পৌর শহরে বেপরোয়া গাড়ী চালিয়ে যাত্রীবাহি বাস ওভারটেক করার সময় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটেছে। এ দূর্ঘটনায় একটি নতুন পালসার মোটরসাইকেল ও একটি ভ্যান বাসের নিচে ভেঙ্গে গুড়িয়ে গেলেও অলৌকিকভাবে এক স্কুল ছাত্রীসহ ৩ ব্যক্তি বেঁচে গেছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে পৌর শহর দক্ষিণ মাথা বাস ষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর গামী ঢাকা মেট্রো জ-১৪-১১১৪ বিসমিল্লাহ এক্সপ্রেস যাত্রীবাহি বাসের চালক ঘটনার সময় অপর একটি যাত্রীবাহি বাস ওভারটেক করতে গিয়ে আইন অমান্যস্থানে মোটরসাইকেল ও ভ্যানসহ ৩ জনকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলটি এবং ভ্যানগাড়ী বাসের নিচে পিষ্ট হয়ে ভেঙ্গে গুড়িয়ে যায়। কিন্তু প্রত্যক্ষদর্শী জনতা দেখতে পায় অলৌকিকভাবে ভ্যানে থাকা স্কুল ছাত্রীসহ ৩ জন বেঁচে আছে। তবে তারা রক্তাক্ত জখম হয়েছে। খবর পেয়ে মুহুর্তের মধ্যে নিকটস্থ ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা তাদেরকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরা হলেন, মোটরসাইকেল আরোহী যশোর পুরাতন কসবা এলাকার শফিয়ার রহমানের পুত্র সুমন হোসেন, মণিরামপুর সদর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের বাবলুর রহমানের কন্যা ৭ম শ্রেণীর ছাত্রী ইশরাত জাহান খাতুন এবং একই গ্রামের ভ্যান চালক আলম হোসেন। সড়ক দূর্ঘটনায় ৩ ব্যক্তি অলৌকিকভাবে বেঁচে আছে জানার পর হাজারও মানুষ ঘটনাস্থলে আসে তা দেখতে। ঘটনার সময় বাসের চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে যায়। তবে দূর্ঘটনার কবলে ওই বাসটি পাল্টি না খাওয়ায় যাত্রীরা বড় ধরনের ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন। মণিরামপুর থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, বাসটি আটকের পর থানায় না নিয়ে শ্রমিকদের জিম্মায় দেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।