মণিরামপুরে দুটি গ্রামে পাগলা শিয়ালের কামড়ে কমপে ১০ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার মনিরামপুর উপজেলার গোবিন্দপুর ও বাঙ্গালীপুর গ্রামে। শিয়ালের কামড়ে আহতরা হলেন, গোবিন্দপুর গ্রামের আবু সাইদ ফকির (৫৫), লাভলী খাতুন (২৫), জিয়াউর রহমানের স্ত্রী রহিমা (৩৫), পিরো দপ্তরীর স্ত্রী আছিয়া (৪৫), বাঙ্গালীপুর গ্রামের শফিকুল (৩০) ও পারুল বেগম (২৫)। আহতদের মধ্যে ৫ জনকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়ও গোবিন্দপুর গ্রামের কাদের ১টি, আতিয়ারের ১টি, নওশের আলীর ১টি ও এয়াকুব আলীর ১টি গরু শিয়ালের কামড়ে আহত হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বর্তমানে ওই গ্রাম দু’টিতে শিয়ালের কামড়ের ভয়ে জনমনে আতংক বিরাজ করছে।