যশোরের মণিরামপুরে মনোয়ারা (৪২) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্বজনরা। বৃহস্পতিবার রাতে মশারির কাপড় গলায় জড়িয়ে বসত ঘরের আড়ার সাথে ঝুলে সে আত্মহত্যা করেছে বলে স্বজনদের দাবী। তবে কোন ক্ষোভে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। মনোয়ারা উপজেলার চালুয়াহাটি গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী। এঘটনায় মনোয়ারার ভাই আছাদুজ্জামান বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। মামলা নং-৪২। পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার সকালে স্বজনরা লাশ নামিয়ে থানায় খবর দেয়। সংবাদ পেয়ে দুপুরে পুলিশের একটি দল ঘটনাস্থলে যাই। প্রাথমিক তদন্তে তার দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে স্বজনরা জানিয়েছে, বহু দিন ধরে মনোয়ারা পেটের বেদনায় ভুগছিল। সেই ব্যাথা সইতে না পেরে সে আত্মহত্যা করেছে। তারা আরো জানায়, এর আগেও কয়েকবার মনোয়ারা আত্মহত্যার চেষ্টা করেছিল।