মণিরামপুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক বিল্লাল হুসাইনের পিতা আমজাদ হোসেন (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না—– রাজিউন)। গত শনিবার রাতে তার মৃত্যু ঘটলে গতকাল রবিবার সকাল ১০টায় গ্রামের বাড়ী পৌর এলাকার দূর্গাপুর ঈদগাহ ময়দানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত নামাজে জানাজায় বিএনপি-আ’লীগসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে বিএনপি এবং তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন উপজেলা বিএনপি’র সভাপতি ও পৌর মেয়র এ্যাডঃ শহীদ ইকবাল হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মুছা, উপজেলা সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মকবুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা যুবদলের সভাপতি আসাদুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, উপজেলা ছাত্রদল সভাপতি মোতাহারুল ইসলাম রিয়াদ, বিএনপি নেতা ও পাইকারী কাঁচা বাজার মালিক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, ফিরোজ হোসেন, পৌর ছাত্রদল সভাপতি মোঃ মুক্তার হোসেন প্রমুখ।