ঢাকাশনিবার , ৫ ডিসেম্বর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুর পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ৪৪ জনের মনোনয়নপত্র জমা

admin
ডিসেম্বর ৫, ২০১৫ ৮:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

মণিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারন কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরতি কাউন্সিলর পদে ৭ জন মনোয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোয়নপত জমাদানের শেষ দিনে বেলা ৩টার দিকে আওয়ামলীগ মনোনিত প্রার্থী অধ্য কাজী মাহমুদুল হাসান মণিরাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার মনোয়নপত্র জমা দেন। আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দদের সাথে নিয়ে তার মনোয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি অধ্যাপক ফজলুর রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ আমজাদ হোসেন, সাধারণ সম্পদক ও বর্তমান কাউন্সিলর কামরুল হোসেন, জেলা শ্রমিকলীগ নেতা বাবুল করিম বাবলু, আ’লীগ নেতা গাজী আব্দুল মজিদ প্রমূখ। এর আগে বেলা ১১টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী শহীদ ইকবাল হোসেন মণিরাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার মনোয়নপত্র জমা দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক। এছাড়া ইসলামী আন্দোলনের মনোনীত মেয়র প্রার্থী মোঃ আবু তালেব মনোনয়নপত্র জমা দিয়েচেন। গত বুধবার নাগরিক কমিটির ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন সাবেক চেয়ারম্যান জি,এম মজিদ। এদিকে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান জানান, মনোনয়নপত্র জমাদানের শেষদিন পযর্ন্ত মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরতি মহিলা কাউন্সিলর পদে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।