ঢাকারবিবার , ৬ ডিসেম্বর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

না ফেরার দেশে চলে গেলেন মনিরামপুর উপজেরা আ’লীগের সম্পাদক গোলাম মোস্তফা

admin
ডিসেম্বর ৬, ২০১৫ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা ! তিনি আর নেই। সকলের বড় ভাই গোলাম মোস্তফা মণিরামপুরবাসীকে কাঁদিয়ে শনিবার মধ্য রাতে বিদায় নিয়েছেন (ইন্নালিলাহি—–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫) বছর। স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন । গত পহেলা ডিসেম্বর থেকে তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছিলেন। শনিবার রাত সাড়ে ১২টায় ঢাকার ফাইভ ষ্টার হোটেল ডিলাক্স-এ ঘুমন্ত অবস্থায় তিনি অসুস্থ্য হয়ে পড়েন। এ সময় সঙ্গে থাকা তার রাজনৈতিক বন্ধু নুরুল ইসলাম দ্রুত চিকিৎসার জন্য বারডেম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর মনিরামপুর পৌঁছালে সর্বস্তরের মানুষের মাঝে নেমে আসে শোকের ছায়া। মরহুম গোলাম মোস্তফা ১৯৯৩ সাল থেকে দীর্ঘ ২২ বছর একটানা মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার বর্ণাঢ্য দীর্ঘ এ রাজনৈতিক জীবনে কখনোই কারো সাথে তেমন কোন বিরোধ ছির না। রাজনৈতির পাশাপাশি তিনি দলীল লেখক সমিতির সাধারন সম্পাদকের দায়িত্বও পালন করতেন। তার মধ্যে বড় পর্যায়ের লোভ লালসাও ছিলো না, যে কারনে নিজের দল নয়, বিরোধী দলের নেতাদের কাছেও বড় ভাই হিসেব ছিলেন গোলাম মোস্তফা। গতকাল রোববার দুপুর আড়াইটায় মনিরামপুর ফাযিল সিনিয়র মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। অবশ্য তিনি এ মাদ্রাসারও পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন । তার জ্নাাযা নামাজে অংশ নিতে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার হাজারো সাধারন মানুষের ঢল নামে। জানাযার পূর্বে মরদেহ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্য্যালয়ের সামনে রাখা হয়। সেখানে তাকে শেষ বিদায় জানাতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান, সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য, সাবেক সংসদ সদস্য এ্যাড. খান টিপু সুলতান, সাবেক সংসদ সদস্য পীযুষ ভট্টাচার্য্য, সাবেক মন্ত্রী মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আব্দুর সাত্তার, মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, আওয়ামীলীগের যশোর পৌর সভার প্রার্থী জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, কেশবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমির হোসেন, মনিরামপুর থানা বিএনপির সভাপতি ও পৌর মেয়র এ্যাড. শহীদ ইকবাল হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মুছা, ইসলামী শাসনতন্ত্র অন্দোলনের উপজেলা আমীর ইবাদুল ইসলাম মনু, আ’লীগ নেতা ও কাউন্সিলর গৌর ঘোষ, তুষার কান্তি মিত্র দুলু, খেদাপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান সরদার, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। উলেখ্য মরহুম গোলাম মোস্তফা মনিরামপুর প্রেসকাবের সাধারন সম্পাদক মোতাহার হোসেন দুষ্টুর বড় ভাই। এদিকে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মনিরামপুর প্রেসকাবের সভাপতি এস.এম মজনুর রহমান, সহ-সভাপতি আব্দুল মতিন, মনিরুজ্জামান, যুগ্ম-সম্পাদক জি.এম ফারুক আলম, মনিরুজ্জামান টিটো, সাংগঠনিক সম্পাদক এস.এম সিদ্দিক, তথ্য ও গবেষণা সম্পাদক নূরুল হক, শিক ও সাংবাদিক অশোক কুমার বিশ্বাস, শফিয়ার রহমানসহ প্রেসকাবের কর্মরত সকল সদস্যবৃন্দ। গোলাম মোস্তফা ছিলেন পৌর শহরের মোহনপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান । তার দুই ছেলের মধ্যে বড় ছেলে কামরুজ্জামান পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর। ছোট ছেলে কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা ও প্রভাষক ফারুক হোসেন বর্তমানে মনিরামপুর মহিলা কলেজে কর্মরত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।