ঢাকাশুক্রবার , ১১ ডিসেম্বর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরের কুলটিয়া ইউপির রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ

admin
ডিসেম্বর ১১, ২০১৫ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুরের কুলটিয়া ইউনিয়নে রাস্তার পাশের সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে সোমবার নেহালপুর সহকারী ভূমি কর্মকর্তা সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়ে বুধবার এ সংক্রান্ত প্রতিবেদন উপজেলা ভূমি কর্মকর্তার নিকট প্রেরণ করেন। যার স্মারক নম্বর- ১৮৬। প্রতিবেদনে স্থানীয় এক ইউপি সদস্যের নাম উঠে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার উপজেলার কুলটিয়া ইউনিয়নের আলীপুর গ্রামের নারায়ণ মল্লিকের ছেলে দীপক মল্লিক রাস্তার পাশে ৫০ হাজার টাকার ৩টি রেইনট্রি গাছ কেটে করে নেয়ার সময় নেহালপুর পুলিশ ফাঁড়ির এএসআই লতিফ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেন।  দীপক জানান, মেম্বরের কাছে অনুমতি নিয়ে তিনি ওই গাছ মুজিবর ও ইমান ব্যাপারীর কাছে বিক্রি করেছেন। এ ব্যাপারে এএসআই লতিফ জানান, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তিনি সরকারি গাছ কাটা বন্ধ করেছেন। তিনি আরও জানান, কুলটিয়া ইউনিয়নের বিতর্কিত মামলাবাজ এক ইউপি সদস্যের মদদে দীপক ওই গাছ কেটেছে বলে স্বীকার করেছে। এদিকে নেহালপুর সহকারী ভূমি কর্মকর্তা আকতারুল জানান, ওই গাছ সরকারি সম্পত্তির উপরে অবস্থিত। বিনা অনুমতিতে ওই গাছ কেটে তারা অপরাধ করেছে। এ ব্যাপারে উপজেলা ভূমি কর্মকর্তার মাধ্যমে মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।