যশোরের মনিরামপুর উপজেলার দিঘীরপাড় বাজারের একজন তরুণ হোটেল ব্যবসায়ী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। দীর্ঘদিন যাবত তার কোন সন্ধান মিলছে না। সে উপজেলার গালদা গ্রামের সিরাজুল ইসলামের পুত্র। এ ঘটনায় মনিরামপুর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। জিডি সূত্রে জানা গেছে, তরিকুল ইসলাম পার্শ্ববর্তী দিঘীরপাড় গ্রামের আমজাদ হোসেনের মেয়ে খাদিজা বেগমকে বিয়ে করে সেখানে বসবাস করে। এ সুবাদে স্থানীয় বাজারে সে হোটেল ব্যবসা করে আসছে। মাঝে মাঝে তরিকুল নিজ গ্রাম গালদায় বেড়াতে আসতো। কিছুদিন আগে পিতা সিরাজুল ইসরাম তার শ্বশুরবাড়ি খোঁজ নিয়ে জানতে পারেন, তাকে পাওয়া যাচ্ছে না। সেই থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তরিকুলের সন্ধান মেলেনি। তার এই রহস্যজনক নিখোঁজের ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।