২২ দিন কারাভোগের পর জামিনে মুক্তিলাভ করেছেন মনিরামপুর পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম। রোববার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। মুক্তিলাভের পর রাতে মনিরামপুরে আসলে বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। দলীয় কার্যালয়ে পৌঁছলে খাইরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান থানা বিএনপির সভাপতি পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি পৌর কাউন্সিলর বসু মোল্যা, কামরুজ্জামান (কেকে), থানা যুবদলের সাধারন সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক,পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক একে আজাদ, ইমরান নাজির প্রমুখ। উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর রাতে পুলিশ পৌরশহরের দুর্গাপুর গ্রামের বাসা থেকে খাইরুল ইসলামকে গ্রেফতার করে।