1. admin@manirampurprotidin.com : admin :
  2. hnurul146@gmail.com : nurul :
  3. titonews24@gmail.com : Tito :
শিরোনাম :
অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের ভার্চুয়াল সাধারণ সভা অনুিষ্ঠত : অভিষেকের প্রস্তুতি হাইকোর্টের নির্দেশে কেশবপুরে অবৈধ “রোমান ব্রিকস” ভেঙ্গে দিল প্রশাসন মাদ্রিদে হবিগঞ্জবাসীর মিলন মেলায় মুখরিত লাভপিয়েছ মণিরামপুরের জুড়ানপুর বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে হাজিরা খাতায় স্বাক্ষরে বাঁধা মালিতে জাতিসংঘ শান্তিপদক পেলেন বাংলাদেশের ১৩৯ জন শান্তিরক্ষী কেশবপুর উপজেলা চেয়ারম্যানকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মণিরামপুরে সাংবাদিক পুত্র মাহির গোল্ডেন জিপিএ-৫ লাভ মণিরামপুরে ইকবালকে কমিটি গঠন কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ : রোহিতার আহ্বায়ক বহিষ্কার মণিরামপুরে ২দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন মণিরামপুরে গ্রাম ডাক্তারের ভুল চিকিৎসায় স্কুল ছাত্রীর হাতে পঁচন ।। আদালতে মামলা

মনিরামপুরে বিদ্যুৎ সংযোগের নামে প্রতারণার মামলায় ৫ জনের বিরুদ্ধে চার্জশিট

  • আপডেট: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬
  • ৬৭২ দেখেছেন

যশোরের মণিরামপুর উপজেলার মথুরাপুর গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির নতুন সংযোগ দেয়ার নামে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাতের মামলায় ৫জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। একইসাথে দুইজনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা বৃহষ্পতিবার আদালতে এ চার্জশিট দাখিল করেন। অভিযুক্তরা হলো মথুরাপুর গ্রামের মাহতাব হোসেন জমাদ্দারের ছেলে আমজাদ হোসেন, ফকির গাজীর ছেলে হাশেম আলী, বদর উদ্দিন খাঁ’র ছেলে রবিউল ইসলাম, দানা খাঁ’র ছেলে ইকবাল ও নুর আলীর ছেলে শহিদুল ইসলাম। মামলার বিবরণে জানা যায়, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় মথুরাপুর গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের জন্য লাইন স্থাপনের কাজ শুরু হয়। এর মধ্যে বিদ্যুৎ সংযোগ পাইয়ে দেয়ার জন্য গ্রামের লোকজনের কাছ থেকে একটি সংঘবদ্ধ চক্র অর্থ আদায় করছে বলে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানতে পারে। এরপর মন্ত্রণালয় তদন্ত করে টাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ম্যানেজার জহুরুল ইসলাম বাদী হয়ে ৬জনকে আসামি করে মণিরামপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম তদন্ত শেষে জানতে পারেন চক্রটি নতুন বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে ১২ লাখ ৫ হাজার টাকা গ্রাহকদের কাছ থেকে আদায় করে আত্মসাৎ করেছে। এজাহারনামীয় আসামিদের বিরুদ্ধে ওই টাকা উত্তোলনের প্রমাণ পান তদন্ত কর্মকর্তা। এরপর তিনি এ চার্জশিট দাখিল করেন। এছাড়া এজাহারনামীয় অপর দুই আসামি লুৎফর রহমান ও রণজিৎ কুমার সরকারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। একই সাথে অভিযুক্ত ৪জনকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।


এ খবর টি সোস্যাল মিডিয়াতে এ পোষ্ট করুন

এ জাতীয় আরও খবর




© All rights reserved © 2013-2022