মণিরামপুর পৌর শহরের একটি ব্যবসায় প্রতিষ্ঠান থেকে ব্যাটারী ও তার জড়ানো শক্তিশালী টাইম বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের পাশে অবস্থিত শ্যামা ভান্ডার থেকে শক্তিশালী এ বোমাটি উদ্ধার করা হয়। প্রতিষ্ঠান মালিক দিলীপ চক্রবর্তী জানান, তার প্রতিষ্ঠান ঝাড়ু দেয়ার সময় ক্যাশ বাক্সের নিচে টাইম বোমা দেখতে পায়। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মণিরামপুর থানার ওসি তাহেরুল ইসলাম সাংবাদিকদের জানান, উদ্ধার হওয়া বস্তুটি প্রাথমিকভাবে বোমা হিসেবে ধারনা করা হচ্ছে। কিন্তু তা টাইম বোমা কিনা চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা ছাড়া সঠিকভাবে বলা যাচ্ছে না। বোমাটি ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে কিভাবে আসলো তা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।