ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

দুর্ঘটনায় দু’মোটরসাইকেল আরোহী নিহত

admin
অক্টোবর ১৮, ২০১৪ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

1413571394.

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলো ঝিনাইদহ সদর উপজেলার বাড়িবাথান গ্রামের মতিয়ার রহমানের ছেলে ফারুক হোসেন (২৮) ও একই কোরাপাড়া গ্রামের কচিম উদ্দীনের ছেলে সোহেল রানা (২৭)। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল ৪টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা জামতলা নামক স্থানে। স্থানীয়রা জানিয়েছে, নিহত ফারুক ও সোহেল মোটরসাইকেল চালিয়ে কোটচাঁদপুর থেকে কালীগঞ্জ শহরের দিকে আসছিল। এ সময় কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা জামতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ফারুক ও সোহেল নিহত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।