ঢাকামঙ্গলবার , ৩০ জুলাই ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে আনসারুল আল ইসলাম জঙ্গী সংগঠনের এক সদস্য আটক

Tito
জুলাই ৩০, ২০১৯ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি ॥ র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা সোমবার রাতে মণিরামপুরের শ্যামকুড় গ্রামে অভিযান চালিয়ে আনসারুল আল ইসলাম জঙ্গী সংগঠনের সদস্য সন্দেহে মোহতাছিম বিল্লাহ শামীম (২০) নামের আরো এক যুবককে উগ্রবাদী লিফলেটসহ আটক করেছে। জঙ্গী অভিযানের অংশ হিসেবে এ নিয়ে গত ১ সপ্তাহে এ উপজেলা থেকে জঙ্গী সংগঠনের ৩ জনকে আটক করেছে র‌্যাব । আটক যুবক মোহতাছিম বিল্লাহ উপজেলার শ্যামকুড় উত্তরপাড়া গ্রামের আসাদুজ্জামান দপ্তরীর পুত্র। আটক শামীম এবার এইচ,এস,সি পরিক্ষায় অংশ নিয়ে কেশবপুর কলেজ থেকে জি, পি,এ ৪:২৫ পেয়েছে। সে পি,এস,সি এ+, জে,এস,সি তে এ+, এস,এস,সিতে গোল্ডেন এ+ পেয়েছিল। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের পূর্বক মঙ্গলবার সকালে তাকে মণিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডিং অফিসার শাহিনুর ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার গভীর রাতে মণিরামপুর উপজেলার চিনাটোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ফেসবুকের মাধ্যমে জঙ্গী সংগঠনের সাথে যুক্ত হওয়ার কথা স্বীকার করেছে। এছাড়া উগ্রবাদী লিফলেটসহ তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলে জঙ্গী কার্যক্রমের ভিডিও পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব। আটক শামীমের বাবা আসাদ দপ্তরী বলেন, আমার ছেলে খুব বেশি দিন এ কর্মকাণ্ডের সাথে জড়িত নয়, তিনি আর ও বলেন আমার ধারণা মোতাবেক গত তিন/চার মাস যাবত তার মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ করা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।