ঢাকাশনিবার , ১৭ আগস্ট ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

স্পেনে নারায়ণগঞ্জ জেলাবাসীর উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

Tito
আগস্ট ১৭, ২০১৯ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলাবাসীর উদ্যোগে এক বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে | মাদ্রিদ শহরের অদূরে লাগুনা রুইদাতে অনুষ্ঠিত হয় এ বনভোজনে নারায়ণগঞ্জ জেলাবাসীর নারী-পুরুষ, শিশু-কিশোরদের আনন্দ উৎসব ছিল চোখে পড়ার মতো | গত ১৩ ই আগস্ট মাদ্রিদের বাংলাদেশ অধ্যুষিত এম্ব্যাখাদোরেস থেকে প্রায় দু’শ কিলোমিটার দূরে এ বনভোজনের সবাই মিলিত হন | এসময় কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয় | নারায়ণগঞ্জ কৃতি সন্তান একরামুজ্জামান কিরনের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও কমিউনিটি ব্যক্তিত্ব এ এস আই রবিন | কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান খান, মনোয়ার হোসেন মনু, মাহবুবুর রহমান ঝন্টু, জহিরুল ইসলাম নয়ন, এ কে এম জহিরুল ইসলাম, দুলাল সাফা, সুরুজ্জামান সুরুজ, জাকিরুল ইসলাম জাকির, দবির তালুকদার, আইয়ুব আলী সোহাগ, রাসেল দেওয়ান, নূর মুহম্মদ রিপন, শফিকুর রহমান, কাইয়ুম আহমেদ, আব্দুল কাদের সায়েম সরকার, জালাল হোসেন, ফখরুল হাসান, রানা আহমেদ, আখতারুজ্জামান আখতার | দিন ব্যাপী ছিলো শিশু-কিশোরদের জন্য খেলাধুলার ব্যবস্থা, বড়দের সাঁতার কাটা, রশি টানাটানি, ফুটবল মহিলাদের বালিশ খেলা, দাড়িয়াবান্দা, লুকোচুরিসহ নানা আয়োজন | পরে উপস্থিত সকলকে নিয়ে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয় | বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আগত অতিথি বৃন্দ | নারায়ণগঞ্জ জেলা বাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন দেলোয়ার, আব্দুর রহমান, মনির হোসেন, কাজি আহসান, হাসান তারেক, ফতেহ আহমেদ, মুরাদ হোসেন, জাকির হোসেন, ফয়সাল হোসেন, আশরাফ হুসেন, ফারহান ইয়াসমিন সুবর্ণা প্রমূখ| প্রধান অতিথির বক্তব্য রাখেন এ এস আই রবিন। সমাপনী বক্তব্য রাখেন নারায়নগঞ্জ জেলা সমিতির নেতা একরামুজ্জামান কিরণ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।