মণিরামপুর অফিস :
মণিরামপুরের কৃতি সন্তান কাজী হুমায়ুন কবীর পিএইচডি ডিগ্রী লাভ করেছেন। তিনি উপজেলার দত্তকোনা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার পিতার নাম মৃত কাজী খাদেম আলী। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মাদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও গনিত বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের অধ্যাপক ডঃ লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ ও বুয়েটের গনিত বিভাগের অধ্যাপক ডঃ আব্দুল আলীমের যৌথ তত্ত্বাবধায়নে এ ডক্টরেট ডিগ্রী লাভ করেছেন। গনিতের উপর তার সম্পাদিত অভিসন্দর্ভের টাইটেল ঘটগঊজওঈঅখ ঝঞটউণ ঙঋ ঞঐঊ ঊঋঋঊঈঞঝ ঙঋ ঝঞজঊঝঝ ডঙজক ঙঘ গঐউ ঘঅঞটজঅখ ঈঙঘঠঊঘঞওঙঘ ঋখঙড ঙঋ ঠওঝঈঙটঝ ওঘ ঈঙগচজঊঝওইখঊ ঋখটওউ অখঙঘএ অ টঘওঋঙজগখণ ঐঊঅঞঊউ ডঅঠণ ঝটজঋঅঈঊ ছাত্রজীবনে প্রখর মেধাবী এ শিক্ষক গনিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেনী লাভ করেন। একই সাথে থিসিস সম্পাদন করেন। তিনি মণিরামপুরের বিশিষ্ঠ শিক্ষাবিদ ও উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ(অবঃ) কাজী মাহমুদুল হাসানের কনিষ্ট ভ্রাতা।