বিশেষ প্রতিনিধি।।
করোনা ভাইরাসের বিস্তার রোধে মানুষকে সচেতন করার লক্ষ্যে খানপুর ইউনিয়ন ছাত্রলীগের উদোগ্যে বিনামূল্যে মাসক্ বিতরণ করা হয়।
এসময় খানপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক মোঃ মাহামুদুল হাসান খান বাপ্পি ও ছাত্রনেতা নয়ন চক্রবর্তী, আব্দুর রাজ্জাক রুবেল, আরাফাত খান প্লাবন, মাসুম, তীর্থ চক্রবর্তী প্রমুখের সার্বিক তত্বাবধায়নে মনিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে সংগঠনটি।
চলমান সংকটময় মূহূর্তে ছাত্রলীগের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। তাই নিজেদের উদ্যোগে এই কর্মসূচির মাধ্যমে সবাইকে সচেতন করার চেষ্টা করে ছাত্রলীগ। মাস্ক বিতরণের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সচেতনতা ও সতর্ক থাকার পরামর্শ দেয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।