তাজাম্মূল হুসাইন, মণিরামপুর থেকে ।।
করোনা ভাইরাস আক্রমণে বাড়িতে থাকা মণিরামপুরে হত-দরিদ্র ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। উপজেলা ছাত্রলীগের সদস্য হাদিউজ্জামান ফয়সালের আর্থিক সহযোগিতায় শনিবার থেকে বিভিন্ন ইউনিয়নে ছাত্রলীগের নেতৃবৃন্দ এ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা বনি আমিন, মেহেদী হাসান মুন্না, তানজির হাসান, মামুন হোসেন, মেহেদী হাসান জনি, রাব্বি, আশরাফুল, নয়ন হোসেন, সোহান প্রমুখ।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সদস্য হাদিউজ্জামান ফয়সাল বলেন, প্রতিষ্ঠাকাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন ছাত্রলীগ দেশ ও জাতির কল্যাণে কাজ করে চলেছে। দুর্যোগে-সংগ্রামে ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় পীড়িত মানুষের পাশে থেকেছে। সেই পরিপ্রেক্ষিতেই গরিব-দুঃখী মানুষের পাশে থাকা এ সংগঠনের অন্যতম পবিত্র দায়িত্ব।