আবু বক্কার সিদ্দীক, মনিরামপুর থেকে।।
করোনা ভাইরাসের কারনে সরকার ঘোষিত সাধারন ছুটিতে সবাই যখন নিজ নিজ ঘরে অবস্থান করছেন ঠিক তখনই সাধারন মানুষের পাশে দাড়ালেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কয়েকজন যুবক। করোনা মোকাবেলায় যখন বাইরে বের হওয়া বন্ধ তখনই দিনমজুর থেকে শুরু করে মধ্যেবিত্তরা পড়েছে বিপাকে। কলেজ/বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় ছাত্ররা যখন বাড়িতে এসে এলাকার মানুষের কষ্ট দেখে বন্ধুরা মিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বন্ধু সহ এলাকার বিত্তবানদের সহযোগিতা নিয়ে তারা ৪০টি পরিবারকে সহযোগিতা করেছে। এ মহৎ কাজটি করেছে যশোরের মনিরামপুর উপজেলার ৯নং ঝাঁপা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্ররা। তারা হলেন, রেজা, শামিম, তাহসান ও বাচ্চু। এলাকার সাধারন মানুষের ঘরে ঘরে যখন খাদ্য পৌছে দিয়েছে তখন তাদের চোখে মুখে ছিল আনন্দের ছাপ। এ বিষয়ে এক ছাত্র বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় ছুটি হওয়ায় আমরা গ্রামে এসেছি এবং বন্ধুরা মিলে এ উদ্যোগ গ্রহন করেছি। আমাদের আমরা বন্ধুরা মিলে যে কাজটি করেছি এই কাজটি প্রত্যেক এলাকার স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয় পড়ুয়া যুবকেরা যেন এ কাজটি করে। তা হলে সমাজে কেও অনাহারে থাকবে না এবং সাথে সাথে সমাজের বিত্তবানদের কাছেও একই অনুরোধ করেছেন তারা।