ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান ৭ যানবাহনে মামলাসহ জরিমানা

admin
নভেম্বর ২৪, ২০১৪ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

যশোর-সাতক্ষীরা মহাসড়কে ফিটনেস বিহীন ও অবৈধ্য যানবাহন চলাচল বন্ধে মণিরামপরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। সোমবার সকালে থেকে বেলা১২ টা পর্যমত্ম উপজেলা পরিষদের সামনে এ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। স্থানীয় পুলিশের সহায়তায় মণিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কামরম্নজ্জামান ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় যাত্রীবাহী বাসসহ ৭ যানবাহনের বিরম্নদ্ধে মামলা দায়েরসহ ২ হাজার ৩’শ টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরম্নজ্জামান সাংবাদিকদের জানান, যশোর-সাতক্ষীরা মহাসড়কসহ উপজেলার বিভিন্ন রম্নটে চলাচলকারী বেশীরভাগ যানবাহনের ফিটনেস নেই। এমনকি ড্রাইভিং লাইসেন্সসহ ওই সমসত্ম যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র নেই।
পর্যায়ক্রমে অভিযানের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

Monirampur-21.11.2014

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।