ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২০
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে সাবেক সংসদ সদস্য ও তিন চিকিৎসকসহ করোনাভাইরাসে আক্রান্ত

admin
মে ৫, ২০২০ ৭:০০ পূর্বাহ্ণ
Link Copied!

আজ মঙ্গলবার ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকালে ৩৫টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে সাত জনের করোনা পজিটিভ এসেছে। তাদের মধ্যে ঝিনাইদহ সদরের দুই চিকিৎসক, ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, কালীগঞ্জের একটি হাসপাতালের নার্স, শৈলকুপায় দুই নারী ও কোটচাঁদপুরে এক চিকিৎসক রয়েছেন।

তিনি আরও জানান, এখন পর্যন্ত জেলা থেকে পাঠানো নমুনার মধ্যে ২৮০টির ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে ২৮ জনের করোনা পজিটিভ এসেছে। তাদের মধ্যে চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের ১৭ জন রয়েছেন।

উল্লেখ্য, জেলায় এখন পর্যন্ত ২৮ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ঝিনাইদহ সদরে ছয় জন, শৈলকুপায় নয় জন, হরিনাকুণ্ডতে একজন, কালীগঞ্জে আট জন, কোটচাঁদপুরে তিন জন ও মহেশপুরে একজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।