ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

রাজগঞ্জে বীরমুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Tito
জুন ৫, ২০২০ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি ।।
রাজগঞ্জে জোনাব আলী মোড়ল (৬৮) নামে এক বীর মুক্তিযদ্ধা মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৫ জুন) সকালে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত জোনাব আলী মোড়ল রাজগঞ্জ এলাকার মল্লিকপুর গ্রামের মৃত মোমরেজ মোড়লের ছেলে। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাগেছে, বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ১টার সময় তার হঠাৎ স্ট্রোক হলে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৫ জুন) সকালে তার মৃত্যু হয়। এদিন দুপুর ২টার সময় মল্লিকপুর ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক করর স্থানে দাফন করা হয়। জানাজার আগে যশোর জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট কাজি আতিকুর রহমানের উপস্থিতিতে বীরমুক্তিযোদ্ধা জোনাব আলী মোড়লকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন- মনিরামপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তারিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা, কওসার আহমেদ, আব্দুর হামিদ, তকব্বর আলী, মাষ্টার মোসলেম, মুজিবর রহমান, সাহেব আলী, আব্দুল মোমিন, রাজ আলীসহ স্থানীয় মুসল্লিগন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।