বিশেষ প্রতিনিধি।।
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ও কুয়েট ছাত্রলীগের সভাপতি আবুল হাসান শোভন ও সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানের দিক নির্দেশনায় এবং কুয়েট ছাত্রলীগের সহ সভাপতি সাকিরুজ্জামান সজীবের অনুপ্রেরণায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লে টেলিমেডিসিন সেবা চালু করেছেন কুয়েট ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক উপ সম্পাদক রায়হান আহমেদ।
টেলিমেডিসিন সেবায় রয়েছেন যশোরের নওয়াপাড়া শিশু কেয়ার হসপিটালের ডা. রিজভী আহমেদ- ০১৭৮৫৫৪৩৮৫৪, বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. সালাহউদ্দিন ডালিম-০১৭২৬৭৫৭৪৭৪, ঢাকা তেজগাও সমোরিতা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. কুমারেশ মল্লিক-০১৭৬১১২৮৩১৯, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ডা. পাপ্পু ব্যানার্জী-০১৭০১০৭৪৯৫১, ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডা. মুরছালীনা ইসলাম(মুন্নি)- ০১৯১৯৮১৫৬০৬।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের এই সময়ে ফ্রন্টলাইনার হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম গর্বিত অংশীদার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অনবরত সেবামূলক কাজ করে চলেছে। কুয়েট ছাত্রলীগের উদ্যোগে টেলিমেডিসিন সেবা চালু।