বিশেষ প্রতিনিধি।।
মণিরামপুরে নতুন করে আরও ১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যাক্তি হলেন উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। তিনি একজন পুরুষ বয়স ২৭। এ নিয়ে উপজেলায় সর্বমোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ জন। শুক্রবার রাতেই এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানাযায়, আক্রান্ত ওই ব্যক্তি ঢাকায় কর্মরত ছিলেন এবং সেখানেই জ্বরে আক্রান্ত হয়েছিলেন। ঈদের ছুটিতে বাড়ী আসারপর শরীর আরও খারাপের দিকে গেলে তিনি গত ৩১ মে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু-কর্ণারে গিয়ে পরীক্ষা করার জন্য নমুনা দিয়ে আসেন। তিনি এখন নিজ বাড়ীতে আইসোলেশনে রয়েছে বলে জানাগেছে।