বিশেষ প্রতিনিধি।।
যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান ও আ’লীগ নেতা দানবীর এস এম ইয়াকুব আলী এবার প্রাণঘাতি কোভিড-১৯ করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ালেন। তিনি কোভিড-১৯ ভাইরাস করোনা মোকাবেলায় শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় যশোরসহ মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অসহায় কর্মহীন প্রায় ৪ হাজার পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সমাগ্রী উপহার হিসাবে বিতরণ অব্যাহত রেখেছেন। এছাড়াও এস এম ইয়াকুব আলী ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা, শিক্ষা উপকরণ সহায়তা এবং গৃহ-নির্মাণ করে দেন। ধারাবাহিকভাবে
এস এম ইয়াকুব আলী আজ রোববার যশোরের করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য জেলা প্রশাসক শফিউল আরিফের নিকট ১ লক্ষ টাকার চেক তুলে দেন। এসময় এস এম ইয়াকুব আলী বলেন, মহান সৃষ্টি কর্তার অশেষ মেহেরবানী যে, এ দূর্যোগ মহুর্তে আমি মানুষের জন্য কিছু করতে পারছি। আল্লাহ যদি তৌফিক দেন ভবিষ্যতেও মানুষের জন্য আমার দোয়া ও সেবার হাত প্রসারিত থাকবে। সমাজের অসহায় নির্যাতিত মানুষের প্রতি সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসা উচিত।