মণিরামপুর (যশোর) প্রতিনিধি।।
যশোরের মণিরামপুরের মনোহরপুর কল্যাণ ট্রাষ্টের আয়োজনে অস্বচ্ছল নিন্ম আয়ের শ্রমজীবিদের মাঝে সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে ।
শনিবার সকালে মনোহরপুর কাছারিবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১০জন শ্রমজীবি মহিলা ও ৩ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন ও সাইকেল বিতরণ করা হয়।
সেলাই মেশিন ও সাইকেল বিতরণ অনুষ্ঠানে সমাজ সেবা মূলক দাতব্য এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সাহিত্যিক ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জোবেদ আলীর সভাপতিত্বে ও প্রনব কুমার সরকারের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি ও প্রতিষ্ঠানের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা হলেন আবু বক্কর সিদ্দিকি, আ রহিম সরদার, আ সাত্তার সরদার, সুশান্ত সরকার, আলহ্বাজ মফিজ আহম্মেদ, অধ্যক্ষ হাফিজুর রহমান, ডা:মোশাররফ হোসেন, জি এম শহিদুজ্জামান, আবু সাইদ সিদ্দিক, বিজন কুমার বিশ্বাস,স্বপন চৌধুরী, মাষ্টার সামাদ, মো ইব্রাহিম আলম, সাংবাদিক জি এম ফিরোজ উদ্দিন প্রমূখ।