ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে বিএনপিকে হারিয়ে যুবদল জয়ী

Tito
অক্টোবর ৩১, ২০২০ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর প্রতিনিধি॥
যশোরের মণিরামপুরে হাডুডু প্রতিযোগীতায় বিএনপিকে হারিয়ে যুবদল জয়ী হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার হরিহরনগর ইউনিয়ন বিএনপি এবং যুবদলের মধ্যে এ হাডুডু’র আয়োজন করা হয়। প্রতিযোগীতায় ৩-১ গোলে বিএনপিকে পরাজিত করে যুবদল বিজয়ী হয়।
পরে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরুস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি থানা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এড. শহীদ মো: ইকবাল হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সস্পাদক আবদুল হাই, পৌর কাউন্সিলর মফিজুর রহমান, উপাধ্যক্ষ গাজী আবদুস সাত্তার, রবিউল ইসলাম, থানা যুবদল সভাপতি আসাদুজ্জামান মিন্টু, খান শফিয়ার রহমান, মুক্তার হোসেন প্রমুখ।
বিকেল তিনটার দিকে স্থানীয় হাজির মোড়ে আয়োজিত হাডুডু খেলা দেখতে হাজারো নেতাকর্মী সমর্থকসহ সাধারন মানুষের ভীড় জমে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।