হেলাল উদ্দিন, রাজগঞ্জ থেকে ।।
মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের “প্লাটিনাম জুবিলি” ৭৫ বছর-২০২১ উদযাপন ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার সুধী সমাজের সাথে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে বিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বরে এ অনুষ্ঠান হয়।
উক্ত অনুষ্ঠানে রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাবেক ভূমি কর্মকর্তা, সমাজসেবক মোঃ রজব আলী গাজী, সাবেক ইউপি সদস্য মোঃ মোতালেব গাজী, টিএনটি কর্মকর্তা মোঃ আব্দুল মাজিদ, সাংবাদিক মোঃ আসাদুজ্জামান রয়েল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার, প্রাক্তন শিক্ষার্থী মোঃ মোতাহারুজ্জান।
এছাড়া এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার সুধী সমাজ উপস্থিত ছিলেন।