ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে হাতুড়ে ডাক্তারের ভূল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

admin
ডিসেম্বর ৩০, ২০১৪ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

যশোরের মণিরামপুরে গ্রাম্য হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় নাসরিন খাতুন (২০) নামের এক প্রসূতির মৃত্যু ঘটেছে। গত সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার বেগমপুর-আটপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পিতা হতদরিদ্র হওয়ায় থানা পুলিশ ও ব্যাপক জানাজানি না করে ময়না তদন্ত ছাড়াই নাসরিনের লাশ দাফন করা হয়েছে। জানাযায়, নাসরিনের প্রথম সন্তান প্রসাবের বেদনা উঠলে তাকে হাসপাতালে নেয়ার প্রস্তুতি নেয়া হয়। এ সময় তাদের বাড়িতে আসে পার্শবর্তী মাসনা গ্রামের গ্রাম্য পশু চিকিৎসক কামরুল ইসলাম। ওই সময় সে নাসরিনের পিতা আশরাফুল ইসলামসহ পরিবারের অন্যান্যদের জানায় রোগীকে হাসপাতালে নিতে হবে না, সামান্য ঠান্ডা ও বেদনা উঠেছে। এ সময় ওই গ্রাম্য ডাক্তার রোগীর শরীরে কয়েকটি ইনজেকশন প্রয়োগ করে। এরপর ১৫ মিনিট পার না হতেই প্রসূতি নাসরিনের মৃত্যু হয় বলে জানান তার মা ও স্থানীয় মহিলারা। এ ব্যাপারে জানতে চাইলে গ্রাম্য ডাক্তার কামরুল উক্ত ঘটনা স্বীকার করে বলেন, নাসরিনের শরীরে ৪টি ইনজেকশন দেয়া হয়েছে। কি ইনজেকশন দেয়া হয়েছে এবং আপনার বৈধতা কতটুকু জানতে চাইলে তিনি জানান, আমি কিছুই বলবো না, এতে আমার জেল ফাঁসি যা হোক হবে। স্থানীয়রা জানিয়েছেন, গ্রাম্য ডাক্তার কামরুলের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন ঘটনায় একাধিক অভিযোগ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।