ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে বিএনপির ২৯ নেতা-কর্মীর নামে বিশেষ মতা ও বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশের মামলা

admin
ডিসেম্বর ৩০, ২০১৪ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর থানা পুলিশ বাদী হয়ে বিএনপির ২৯জন নেতা কর্মীর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ মতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেছে।Police এ মামলায় পুলিশ ৩ জনকে আটক করেছে। এ ঘটনায় বিএনপি নেতাদের দাবী পুলিশ পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিএনপি, যুবদল এবং ছাত্রদল নেতাদের নামে মিথ্যা মামলা করেছে। এ মামলায় উপজেলা যুবদলের সভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি মোতাহারুল ইসলাম রিয়াদ, সাবেক সভাপতি খান শফিয়ার রহমান, বিএনপি নেতা ও কাঁচাবাজার মলিক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন সহ উলেখযোগ্য নেতা কর্মীর নাম রয়েছে। পুলিশের দাবী গত সোমবার হরতালে নাশকতা মূলক ঘটনা ঘটাতে এর আগের দিন রবিবার বিকেলে পৌর এলাকার বিজয়রামপুর বাধাঘাটা নামক স্থানে মামলার আসামীরা এক হয়ে মিছিল করার চেষ্টা করে। এ সময় পুলিশ ওই স্থানে অভিযান চালালে আসামীরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। আটক করা হয় ৩ জনকে। এ ব্যাপারে বিএনপি নেতাদের দাবী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খান শফিয়ার রহমানকে গত রবিবার দুপুর দেড়টার দিকে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান খান কম্পিউটার থেকে পুলিশ তাকে আটক করে। অথচ পুলিশের দায়ের করা মামলায় ঘটনার দিন বিকেল ৫ টা ৫ মিনিট ঘটনার সময় দেখিয়ে খান শফিয়ার রহমানকে ওই মামলায় প্রধান আসামী করা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের লোকজন জানান, ওই দিন ওই এলাকায় বিএনপির মিছিল বা কোন বোমার বিস্ফোরণ ঘটেনি এবং পুলিশের অভিযান দেখা যায়নি। পুলিশের দায়ের করা মামলায় বাদী হয়েছেন মণিরামপুর থানার এসআই প্রবীর কুমার দাস। যার মণিরামপুর থানার মামলা নং-২৭। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোলা খবীর আহমেদ জানান, অপরাধীরা অপরাধ ঘটিয়ে শিকার করেনা, মামলা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।