ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

চার দফা দাবি আদায়ে খুলনা বিভাগের ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট

admin
ডিসেম্বর ৩০, ২০১৪ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

চার দফা দাবি আদায়ে খুলনা বিভাগের ৩২ রুটে আগামী বুধবার (৩১ ডিসেম্বর) থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করবে মটর শ্রমিকরা। বুধবার (৩১ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (২ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত এ ধর্মঘট পালিত হবে। সোমবার দুপুরে যশোর পরিবহন সংস্থা শ্রমিক সমিতির কার্যালয়ে জেলা পরিবহন শ্রমিক সংগঠন সমন্বয় পরিষদের ব্যানারে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আজিজুল আলম মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন- সদস্য মাহবুবুর রহমান মজনু, মোর্তুজা হোসেন মোহাম্মদ আলী, ইনতাজ আলী প্রমুখ। চার দফা দাবিগুলো হলো- সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারায় মামলা রুজু বন্ধ ও শাস্তির মেয়াদ ৩ বছর থেকে ৭ বছর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, ড্রাইভিং লাইসেন্সে ইস্যু জটিলতা নিরসন ও দুর্নীতি বন্ধ করে লাইসেন্স ভলিউমভুক্ত নবায়নের ব্যবস্থা করা, যানবাহন পরীক্ষার নামে পুলিশি হয়রানি, ফেরিঘাটে অনিয়ম, চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধ করা এবং সড়ক ও মহাসড়কের পাশে স্থাপিত হাটবাজার বন্ধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অবৈধ ইঞ্জিনচালিত যানবাহন বন্ধ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।