ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ৩ স্কুলে কেউ পাশ করেনি

admin
ডিসেম্বর ৩০, ২০১৪ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

এবার যশোর বোর্ডের তিনটি স্কুল থেকে কোন শিক্ষার্থী পাশ করতে পারেনি। স্কুল তিনটি হচ্ছে খুলনার দেবীপুর জুনিয়র গার্লস হাইস্কুল, মেহেরপুরের বিপিএন জুনিয়র গার্লস হাইস্কুল ও ঝিনাইদহের রাঙ্গিয়ারপোতা জুনিয়র সেকেন্ডারি স্কুল।digital-bangladesh-1-638
যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবু দাউদ জানান, দেবীপুর জুনিয়র গার্লস হাইস্কুল থেকে দুইজন, বিপিএন জুনিয়র গার্লস হাইস্কুল থেকে একজন এবং রাঙ্গিয়ারপোতা জুনিয়র সেকেন্ডারি স্কুল থেকে সাতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়; যাদের কেউই পাশ করতে পারেনি। গতবার কেউ পাশ করেনি এমন স্কুলের সংখ্যা ছিল পাঁচ। এ ধরনের স্কুলগুলোকে বোর্ডের পক্ষ থেকে বিশেষ নজর দেয়া হয়ে থাকে। সে কারণেই কেউ পাশ করেনি এমন স্কুলের সংখ্যা কমছে। শতভাগ পাশ এবার যশোর বোর্ডের অধীন খুলনা বিভাগের দশটি জেলার দুই হাজার ৭২৭টি স্কুল থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এমন স্কুলের সংখ্যা ৭২০টি বলে জানিয়েছেন যশোর
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।