ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুর কৃষকলীগ নেতা হত্যাকান্ডের এক বছর পার, মামলার চার্জশিটের নামে চলছে দীর্ঘসূত্রিতা

admin
ডিসেম্বর ৩০, ২০১৪ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

যশোর জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও মণিরামপুর উপজেলার সাবেক সভাপতি শফি কামাল হত্যাকান্ডের এক বছর পেরিয়ে গেলেও মামলাটির কোন অগ্রগতি নেই। এ মামলার চার্জশিটের নামে চলছে দীর্ঘসূত্রিতা। বাদী পক্ষের অভিযোগ, আসামীরা প্রকাশ্যে ঘোরাঘুরি করলেও পুলিশ তাদের ধরছে না। পুলিশের ভাষ্যে তারা পলাতক। এনিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করছেন বাদী ও তার পরিবার পরিজন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত দশম জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করছিলেন শফি কামাল। গত বছর ২৬ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে তিনি উপজেলার গরীবপুর চাঁদপুর এলাকায় প্রচারে যান। এসময় নৌকা প্রতীকের পোস্টার টানানো নিয়ে ওই এলাকার বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সাথে শফি কামালের বাক-বিতন্ডা হয়। কিছুক্ষন পর শফি কামাল গরীবপুর-চাঁদপুর দাখিল ম্দ্রাাসার সামনে গেলে স্থানীয় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ওই দিন বিকেলেই শফি কামালের জ্যেষ্ঠ পুত্র হারুন-অর- রশিদ (সেলিম) বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে মনিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা পাবার পর পুলিশ স্থানীয় খেদাপাড়া ইউপি চেয়ারম্যান জিএম ওমর ফারুক সহ চারজনকে আটক করে। এরপর পুলিশ আর কাউকে আটক করতে পারেনি। মামলার বাদী হারুন-অর-রশীদ(সেলিম) বলেন, আসামিরা গ্রেফতারী পরোয়ানা নিয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। নিহতের মেঝ ছেলে আকতারুজ্জামান সোহেল বলেন, পুলিশ আমার বাবার খুনিদের লালন করছে, তাদের সাথে সখ্যতা গড়ছে। আর এ দেখে আমাদের কষ্টটা আরও বাড়ছে। তিনি বলেন, এ অবস্থায় আমরা আরও শংকিত হচ্ছি, নিরাপত্তাহীনতায় ভুগছি। ছোট ছেলে মামুন-অর-রশিদ জুয়েল বলেন, যে দলের রাজনীতির কারণে আমার বাবার জীবন দিতে হলো সেই দল রাষ্ট্র ক্ষমতায় থাকলেও পিতৃ হত্যার বিচারের দাবিতে কেঁেদ ফিরছেন তারা। নিহতের স্ত্রী হাসিনা খাতুন বলেন, সারাজীবন যে মানুষটি নিঃস্বার্থ আওয়ামীলীগ করে শেষ পর্যন্ত দলের জন্য জীবন দিল। আমি সেই দলের সভানেত্রীর সাথে সাক্ষাত করে স্বামী হত্যার বিচারের সহযোগীতা কামনা করতে চাই। মামলার তদন্ত কর্মকর্তা মণিরামপুর থানার এসআই প্রবীর দাস বলেন, মামলা নিয়ে টালবাহনার কোন প্রশ্নই আসে না। আসামিদের মধ্যে অনেকে জামিনে আছে। তাদের আটক করবো কিভাবে? তবে অচিরেই এর চার্জশিট দেওয়া হবে বলে জানান তিনি। খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সূত্রে জানাযায়, আজ (শুক্রবার) কৃষকলীগ নেতা শহীদ শফি কামালের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়েছে। এসব কর্মসূচিতে অংশ নিবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহামুদুল হাসান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।