ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে বোমার বিস্ফোরণ ঘটিয়ে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহতঃ১০

admin
ডিসেম্বর ৩১, ২০১৪ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বোমার বিস্ফোরণ ঘটিয়ে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কাশিপুর-কাঠাঁলতলা নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলো উপজেলার মুজগুন্নি গ্রামের আবুল কাশেমের পুত্র হাফিজুর রহমান(৩৫),Manirampur_Upazila-20.11.2014 পৌর এলাকার দূর্গাপুর গ্রামের আবু জাফর(৩৩), আব্দুল গফ্ফার (৩০), আব্দুল খালেক(৪৫), আজিজুর রহমান(২৮)। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় হাফিজুর রহমানকে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও আবু জাফরকে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত অন্যান্যদের গোপনে বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়ার কারনে তাদের পরিচয় পাওয়া যায়নি। সূত্র জানায়, উপজেলার রাজগঞ্জ-মনোহরপুর এলাকার জনৈক মুজিবুর রহমানের কাছে পাওনা টাকা আনতে ঘটনার রাতে পৌর শহর থেকে হাফিজুর ও যুবলীগ নেতা গফ্ফরসহ ৬/৭ জন ৩টি মোটরসাইকেল যোগে মনোহরপুর যায়। আহত গফ্ফার জানায়, সেখান থেকে ফিরে আসার সময় কাঠাঁলতলা নামক স্থানে আসলে যুবলীগ নামধারী ১৪/১৫জন সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। এ সময় ১০/১২টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। পরে ওই ঘটনার জের ধরে পৌর শহরে আবু জাফর, আজিজুর ও খালেককে মারপিট করে ওই গ্রুপ। ঘটনা জানার পর মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খবীর আহমেদসহ পুলিশের কয়েকটি দল ঘটনাস্থল পরিদর্শন করলে কাউকে আটক করতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ মামলা করেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।