নজরুল ইসলাম, মনিরামপুর থেকে।।
১৭ই মার্চ বুধবার রাত ৮টার দিকে এশার নামাজ পড়তে যাওয়ার সময় সাত্তার দফাদার( ৫৫) নামের এক বৃদ্ধ মোটর সাইকেল দূর্ঘটনায় মৃত্যু বরন করেছে, সে ঘুঘুরাইল গ্রামের জোনাব আলী দফাদারের ছেলে। এসময় মোটরসাইকেল চালক, খড়িঞ্চী গ্রামের কামরুল ইসলাম (২৮) আহত হয় ।
স্থানীয়রা জানান, সাত্তার দফাদার এশার নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিল পথিমধ্যে সে হটাৎ দিক পরিবর্তন করলে তার সামনের দিক থেকে আসা একটি মোটর সাইকেল তাকে আঘাত করলে সে গুরুতর ভাবে আহত হয়। চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
অপর দিকে মোটর সাইকেল চালক কামরুল ইসলাম মারাত্নক আহত হয় । সে মনিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন ছিল বলে একাধিক সূত্র জানায়।